রাবিয়া আক্তার জুই(১২)নিয়ামতপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের জুয়েল কিশোরের মেয়ে।সে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া, এরশাদ উদ্দীন নিম্ন মাধ্যমিক বালিকা স্কুলের ছাত্রী।
সূত্র মতে জানা যায়- জুই মঙ্গলবার( ৩১) আগষ্ট সকাল বেলা মায়ের সাথে বাড়ী থেকে বের হয় স্কুলে এসাইনমেন্ট জমা দেয়ার উদ্দেশ্যে,তার মা এগিয়ে দেয় মেইন রাস্তা পর্যন্ত জুই রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন নিয়ামত পুর ইউনিয়ন পরিষদের কাছাকাছি যেথেই একটি ট্রাক্টর এসে চাপা দেয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলার,করিমগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটে।
যদিও মানুষ মরণশীল তবুও কিছু অকাল মৃত্যু মেনে নেয়া খুব যন্ত্রণাদায়ক।একটো খানি সচেতনতাই পারে অনেক বিপদ এড়াতে।প্রতিটি মানুষের কায়িমানোবাক্যে স্মরণ রাখা উচিত একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।