কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়িতে হামলা চালিয়ে এক বৃদ্ধার (৫৬) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির এ ঘটনায় লিখত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো: খোকন মিয়া, মো: আশরাফুল ইসলাম, মো: মাহাবুব উল্লাহ ও রাব্বি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত শুক্রবার (২৪ তারিখ) অভিযুক্তরা ওই বৃদ্ধার বাড়িতে প্রবেশ করেন। এসময় তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন ছিলেন। তারা ধারালো দা, ছুরি, চাকু, লোহার রড, লাঠি ইত্যাদি নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় বৃদ্ধার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার আলামত হিসেবে রক্তমাখা লুঙ্গি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’