কিশোরগঞ্জের তাড়াইলে আগুনে পুড়ে যায় ৩০টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর বাজারে এনায়েত সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। মূহুর্তে চারপাশে আগুন ছড়িয়ে পড়লে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ও পাশ্ববর্তী নান্দাইল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট সহ মোট ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে মোবাইল, ইলেকট্রনিক ও হোটেল।