কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি পুলিশিং-ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে কটিয়াদী মডেল থানা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে বাজার ঘুরে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, কটিয়াদী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উপদেষ্টা ও অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র সরকার। কটিয়াদী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উপদেষ্টাদের মধ্যে ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান, পৌর মেয়র মোঃ শওকত উসমান, কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন।
এসময় আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন।