আজ ১৮ই অক্টোবর ২০২২ খ্রী; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র, ১৫ ই আগষ্টের নির্মম হত্যাকান্ডে নিহত শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে, শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে কিশোরগঞ্জ জেলা রোভার ।
কিশোরগঞ্জ জেলা রোভার সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান (এ.এল.টি) এবং জেলা রোভার যুগ্ন সম্পাদক সালমা হক (উডব্যাজার) এর নেতৃত্বে, কিশোরগঞ্জ জেলা রোভার এর বেশ কয়েকটি রোভার ইউনিট এর সমন্বয়ে একটি সুসজ্জিত রোভার স্কাউট দল সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলা স্কাউট এর সহকারী পরিচালক মো শরিফ হোসেন।