কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি শান্তিপুর মাটিকাটা এলাকায় রাস্তার পাশ থেকে কুলিয়ারচর থানা পুলিশ একটি মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আনুমানিক ২৫-২৬ বছর বয়সী ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।