কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় ছাত্রনেতা নুরে আলম ও সেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে হোসেনপুর পৌর এলাকার গোহাটায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ১ নং যুগ্ন আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ, যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।
সেচ্চাসেবক দলের সভাপতি বাহার মিয়া।
আরও অনেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির তুখোড় নেতা ফরিদ আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল আলম (কাজী আলম), জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান (লিমন), পৌর ছাত্রদলের সদস্য সচিব মো: রিমন মিয়া এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, ও এডভোকেট মনিরুল হক রাজন,যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি।
সমাবেশে উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হোন। কাজী আলম ও জিয়াউর রহমান লিমন এর নেতৃত্বে ছাত্রদলের মিছিলে নেতা কর্মীদের ঢল প্রতিয়মান হয়। এবং পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। চলে সন্ধার পর অবধি।