কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড মহিষবেড় গ্রামের রাস্তাটির বেহাল দশা। এই কাঁচা রাস্তাটি দানাপাটুলী ৯নং ওয়ার্ডের মেইন রোডের সাথে সংযুক্ত রয়েছে এই কাঁচা রাস্তাটি দিয়ে চিকনিরচর, হাউলা, জেওজোড়া, ঝিগাতলা, মহিষবেড় , এসব এলাকার হাজার হাজার লোকজন ধূলদিয়া বাজারে যাতায়াত করেন জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে চলাচলকারীদের দূর্ভোগ বাড়ছে।
সরেজমনিনে শনিবার দেখা যায়, বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে পায়ে হেঁটে চলাচল ও কষ্টসাধ্য হয়ে পড়ে। বিড়ম্বনার শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী,ও অসুস্থ রোগীরা।স্থানীয়রা বলছেন, বৃষ্টি হলে পুরো কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুকনো মৌসুমে ও খানাখন্দ থাকায় এ রাস্তা দিয়ে রিকশাসহ অন্যান্য যান চলাচল করতে পারে না। এ রাস্তা সংস্কারের পাশাপাশি প্রশস্ত এবং শোভাবর্ধণ করা প্রয়োজন।বলে মনে করছেন সুশীল সমাজ। তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের কাছে রাস্তাটা স্থায়ী সংস্কারের দাবি জানান।পাকাকরণ হলে জনদূর্ভোগ কমবে বলে স্বতঃস্ফূর্ত দাবি করেন স্থানীয়রা।
স্থানীয় কৃষক জসিমউদ্দিন জমসেদ প্রতিবেদককে জানান,বছরের পর বছর এই রাস্তাটার বেহাল দশা। বিভিন্ন গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু বলতে গেলে রাস্তাটা এখন ব্যবহার উপযোগি নেই।চরম ভোগান্তিতে আছে কয়েক গ্রামের মানুষ।
উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। স্থায়ীভাবে রাস্তাটার সংস্কার করার জন্য।পাকাকরণ করার জন্য।
৯নং ওয়ার্ডের দানাপাটুলী গ্রামের মেম্বার মোঃ আমির হোসেন বলেন,মেইন রোড থেকে কালাচাঁদের দোকান পর্যন্ত রাস্তাটি চরম বেহাল দশা।আশু সমাধান কামনা করছি সংশ্লিষ্টদের।
স্থানীয় প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী এলাকাবাসীর এখন একটাই দাবি রাস্তাটি দ্রুত পাকাকরণ।