কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য সম্মিলন ও ঈশাখাঁ পদক প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয় উপজেলা হলরুমে আজ বিকাল ৩ টায়।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব মো: রফিকুল ইসলাম রেনু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মো: কফিল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী।
বিশেষ অতিথি ছিলেন, জনাব তানিয়া আক্তার সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা নূর- ই- আলম, বুরহান উদ্দিন সমাজ সেবক, আলী আক্কাস রেনু নাট্যকার, ফারুক প্রধান নাট্যকার, আসাদুজ্জামান খন্দকার, সভাপতি পাকুন্দিয়া প্রেসক্লাব, সামিউল হক মোল্লা ছড়াকার ও শিক্ষাবিদ। অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ৮ জনকে ঈশাখাঁ পদক ২০২১ প্রদান করা হয়। জনাব রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (জনসেবা) ডা: মো: নূর -এ-আলম খান উপজেলা প প কর্মকর্তা (সুরক্ষা সেবা) মো: সারোয়ার জাহান অফিসার ইনচার্জ পাকুন্দিয়া থানা (সমাজ সেবা) আহমদ ফারুক খোকন (সাংবাদিকতা) মুঞ্জুরুল হক মুঞ্জু সভাপতি পাকুন্দিয়া রিপোর্টার ক্লাব (কবিতা ও লোকসাহিত্যে) আসিফুজ্জামান খন্দকার, শাহ আলম বিল্লাল সভাপতি হোসেনপুর সাহিত্য সংসদ (ছড়া সাহিত্যে) রফিকুল ইসলাম (সংগঠন)। সার্বিক সহযোগিতা ছিলেন পাকুন্দিয়া সাহিত্য সংসদ এর সভাপতি আফসার আশরাফী, উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক ওয়াজেদ নবী।