কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সাংবাদিক এম এ হান্নান এর দাদী পরলোকগমন করেছেন।
মানুষ মাত্রই মরণশীল, পবিত্র কোরআন কারীমে এসেছে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে” {সূরা আল-‘আনকাবুত আয়াত ৫৭}
অনিবার্য মৃত্যুর ডাকে সাড়া দিয়ে, না ফেরার দেশে পাড়ি দিলেন এম এ হান্নানের দাদী ফুল বানু(৮৮) ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। এম এ হান্নান, দৈনিক আমার সংবাদ, বিডি চ্যানেল ফোর এর উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কোদালিয়া সহরুল্লা ইসলামি উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সদস্য। সোমবার রাত ১০:১৫ মিনিট উপজেলা কোদালিয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল দশটা নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।