কিশোরগঞ্জ

ভৈরবে মাদকসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরব থেকে দুইজনকে আটক করেছে র‍্যাব-১৪ (সিপিসি-৩)।এদের জব্দ করা হয় ২৪২ বোতল ফেন্সিডিল, ১টি পিকআপ ও নগদ নয় হাজার টাকাসহ।

জানা যায়, বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে ভৈরবপুর নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ইসবপুর এলাকার মৃত সুধীর চন্দ্র সেনের পুত্র কাজল চন্দ্র দেব (৫৫) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার মো. মুনসের আলীর পুত্র আব্দুর রশিদ (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভৈরবপুর নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেন দিয়ে মাদক চোরাচালান করার জন্য নিয়ে যাচ্ছে। পরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৪ (সিপিসি-৩) ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) জানান, ভৈরব মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker