কিশোরগঞ্জের হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে বিদুৎতের ঘনঘন লোডশেডিং প্রতিবাদে ঘন্টা ব্যাপি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ মার্ক্স বাদী কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া, জেলা সদস্য জমিরউদ্দিন, মো: সিরাজ উদ্দিন, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম, কৃষক নেতা আলফাজ হোসেন, আতাউর রহমান সহ স্হানীয় নেতৃবৃন্দ, বক্তরা বলেন গত কয়েক দিন ধরে আমাদের গোবিন্দপুরসহ হোসেনপুরের ৬ টি ইউনিয়নে বিদুৎতের ঘনঘন লোডশেডিং এর ফলে অতিষ্ঠ জনজীবন, এতে তীব্র ভোগান্তিতে পড়েছে গ্রামের মানুষ। এর সংগে যুক্ত হয়েছে তীব্র গরম। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।
প্রায় ২৪ ঘন্টার মধ্যে ১৮ – ২০ ঘন্টাই লোডশেডিং হচ্ছে এতে করে এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে জ্বর, সর্দি। ডায়রিয়ার মত রোগও সৃষ্টি হচ্ছে একদিকে পচন্ড গরম অন্যদিকে ঘনঘন লোডশেডিং। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার নতুন বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে।বিদ্যুৎ অপচয় কমাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিদিন ১-২ ঘন্টা লোডশেডিং দেওয়ার জন্য কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী বলার পরও ২০ ঘন্টা লোডশেডিং হচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে বিদুৎতের ঘনঘন লোডশেডিং বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়ন করে জনজীবন রক্ষা করুন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।