আউস, আমন, বোরো আমাদের দেশে সাধারণত তিন মৌসুমে ধানের আবাদ করা হয়। আউস ধান সাধারণত বৃষ্টি নির্ভর আবাদ।
আউস ধানের চাষ দুই ভাবে করা হয়। বোনা আউস এবং রোপা আউস। আউস মৌসুমে হাইব্রিড ধানের জাত উচ্চ ফলনশীল। গাছের উচ্চতা ১০০-১০৫ সেমি হয়ে থাকে। কান্ড শক্ত হওয়ায় হেলে পড়ে না। ধানের আকৃতি হয় সরু,লম্বা,ও ভাত ঝরঝরে।
কিশোর গন্জ জেলার হোসেনপুরের বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, অন্যন্য মৌসুমের তুলনায় এ বছর অধিক ফলন হয়েছে আউস ধানের।
কৃষকের মুখে লেগে থাকা হাসি যেন জোনাকির আলো ছড়াচ্ছে লোকালয়ে। কৃষকদের আগ্রহ বহুগুন বৃদ্ধি পেয়েছে। আউস ধান চাষাবাদের প্রতি।
হোসেনপুর থানার ১ নং জিনারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব আমিনুল হক মাখন মৃধা এ মৌসুমে ১৪ কাঠা জমিতে করেছে নিজ উদ্যোগে সবুজ বাংলা হাইব্রিড জাতের আউস ধান।
জানতে চাইলে তিনি বলেন-এ বছর আউস ধানের ফলনে তৃপ্তি পাচ্ছি বেশ।
একজন জনপ্রতিনিধি হয়েও ধান চাষে আত্ননিয়োগ কেন? জানতে চাইলে তিনি জানান- আমি জন কল্যাণে কাজ শেষে বাকি সময়টা, নিজের পরিবারের কল্যাণের স্বার্থে বিভিন্ন চাষাবাদ করে থাকি।ধান চাষটাও তার একটা অংশ। তিনি আরু বলেন- মানুষ পরিশ্রমী হলে,মনোবল দৃঢ় হলে। অলসতায় সময় নষ্ট না করে। সবসময় কাজে লেগে থাকাটা উচিত।আমি নিজে চাষাবাদ করে, কর্মবিমুখ প্রিয় মানুষদের সময়টা সঠিক কাজে ব্যবহার করায় উদ্বুদ্ধ করতে চায়।