আবুল কালাম মানিক (কালা মানিক) অদ্য রবিবার (৩ জুলাই) চলে গেলেন না ফেরার দেশে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবের চর গ্রামে মানিকের বাড়ী।পিতা সামসুদ্দিন বেপারীর ঘর আলোকিত করে এসেছিলেন ১৯৭২ সালে এই ক্ষনস্থায়ী ভূ-পৃষ্ঠে। সবাইকে কাদিয়ে চির বিয়োগ রচনা হল তার। ৫ বোন ও ৩ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। স্ত্রী, দুই পুত্র ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে গভীর শোকে নিমজ্জিত পুরো এলাকা। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের পোষ্টে ভাসছে “সরল সাদা মনের মানুষ ছিলেন মানিক”। রবিবার দুপুর ২:৩০ মিনিটে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।প্রতিয়মান হয় অগনিত লোকের অংশগ্রহণ।
মানিক আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন স্বচ্ছ ও দক্ষভাবে। উপজেলার সিদলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সফল ছাত্র নেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়ে ছিলেন জীবদ্দশায়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সোহেল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদলা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, সিদলা ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও অসংখ্য গুণগ্রাহীরা।