কিশোরগঞ্জের বাজিতপুর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (৬ই জুন) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মী হেলাল উদ্দিনের বিদায় দিতে গিয়ে কষ্টকাতর এক পরিবেশের সৃষ্টি হয়।তিনি দীর্ঘ ৫ বছরের অধিক সময় বাজিতপুর কার্যালয়ে সফলতার সহিত অফিসিয়াল দ্বায়িত্ব পালন করেছেন।অনুষ্ঠানে বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন। তিনি জামালপুর অঞ্চলের বক্সীগঞ্জ কার্যালয়ে যাচ্ছেন। তার বাড়ী জামাল জেলার মাদারগঞ্জ উপজেলায়।উক্ত অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের (কর্মচারী প্রতিনিধি)সিবিএ সভাপতি জাফরুল ইসলাম (রাসেল)
পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ের উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান সরকারের সভাপতিত্বে মনিরুজ্জামানের সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আব্দুর রহিম এবং গীতা থেকে পাঠ করেন রেখা দাস।পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, বিল্লাল হোসাইন, মিনহাজুল ইসলাম, আব্দুর রহিম, হুমায়ুন হোসাইন, মাহফুজ রাজা, সাইদুর রহমান, খাইরুল ইসলাম,রফিকুল ইসলাম,ওবায়দুর রহমান,জাফরুল ইসলাম,রিনা আক্তার,রেখা দাস ও বিদায়ী সহকর্মী হেলাল উদ্দিন পরিশেষে সভাপতি ফজলুর রহমান সরকার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।