কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেকিয়া ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২২ এপ্রিল) নিউ পোস্ত হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি সৌরভ উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল আলম, হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, সিদলা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভার সিনিয়র জুনিয়র দেড় শতাধিক নেতা কর্মী।