আজ ৬ এপ্রিল (বুধবার) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক পুরাতন ব্রম্মপুত্র নদে অষ্টমী স্নান ২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতুল ইসলাম, ওসি মাসুদ আলম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কামরুজ্জামান কাঞ্চন, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোদক, সাংবাদিক ও কমিশনার মিজবাহ উদ্দিন মানিক,তাপস চন্দ্র সরকার প্রমুখ।