কিশোরগঞ্জে ‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগ, ডেমিয়েন ফাউন্ডেশন ও নাটাবের সহযোগিতায় এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: হেলাল উদ্দিন।
হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা: জহির আহাম্মদ তালুকদার, সদর স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: নাজমুল করিম, ডা: অভিজিৎ পন্ডিত, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।