কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৬ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ৬ টি ইউনিয়নের ৭২ জন মেম্বারেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলার ৬ জন নির্বাচিত চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ প্রমুখ।
অন্যদিকে, বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৬ ইউনিয়নের ৭২ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নির্বাচিত মেম্বারকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, জেলা পরিষদ এর সদস্য মো: মাসুদ আলম, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,পুমদি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, শাহেদল ইউপি চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ।