পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) বাজিতপুর কার্যালয়ের সহকারী হিসাব কর্মকর্তা মোহাম্মদ জাফরুল ইসলাম (রাসেল) এর গর্ভধারণী মায়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭/০১/২২) সন্ধা ৬:৩০ মিনিটে ব্রেইন স্ট্রোকে ঢাকা নিয়োরো সাইন্স হাসপাতালে নেয়ার পথে রাস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর, সংসারে স্বামী ও চার সন্তান (তিন ছেলে এক মেয়ে) ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে পিডিবিএফের বাজিতপুর কার্যালয়ের সকল সহকর্মীরা, তার রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পিডিবিএফ কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক সৈয়দ মোজাহিদুর রহমান শোক প্রকাশ করে বলেন, মানুষ মরনশীল তবো কিছু মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।
জাফরুল ইসলাম আমার সাবেক সহকর্মী উনার মা একজন গুনবতী মহিলা ছিলেন, মরহুমার মৃত্যুতে আমি সমবেদনা জ্ঞাপন করছি, আর মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।
বাজিতপুর কার্যালয়ের বর্তমান দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জানান, জাফরুল ইসলাম আমার সহকর্মী, শান্তনা জানানোর ভাষা আমার নেই, তবো বলছি মা কারো চিরদিন বেছে থাকেনা, বাজিতপুর পিডিবিএফ পরিবারের পক্ষে মরহুমার মাগফেরাত কামনা করছি।
শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ হেফাজত করুন।