কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক-৪ গুলশান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র ফারজানারা খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমুখ।
শীতবস্ত্র বিতরন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক-৪ গুলশান আরা মুজিবর্ষ উপলক্ষে হোসেনপুর উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাধীন ঘর পরিদর্শন করেন।