কিশোরগঞ্জ

এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে কিশোরগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য কর্মসূচীরর মধ্যে রয়েছে সমাজের বৃদ্ধ, দুঃস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল বয়সের নারী পুরুষদের ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও দুপুরে খাবার পরিবেশন করা।

১৯ জানুয়ারী বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালি গ্রামের হারুন অর রশিদ আব্দুল হেলিম প্রাথমিক বিদ্যালয় মাঠে, করোনা পরিস্থিতি ও শীতজনিত রোগের কথা বিবেচনা করে স্বাস্থ্যজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় বৃদ্ধ, দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধীক শিশুদের ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মেডিসিন ডা: মুহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি মো: শফিক কবীর, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান, আজকের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম নাঈম, হারুন-অর-রশিদ আব্দুল হেলিম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আলমগীর হোসাইন, মো: আবুল কালাম জসিম, আরসেদ আলীসহ উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এর আগে সকাল সাড়ে দশটায় “নয় পেরিয়ে দশে এ পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker