বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নে ধুলজুরি রওজাতুল উলুম মাদ্রাসায় মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সাংসদ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক মো: ওয়াহিদুল্লা, উপজেলা সেচ্ছা সেবক লীগ নেতা হাকিম তানিম ও আবদুল ওয়াদুদ মুকসুদ প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য: সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-১ সদর আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন। তখন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে পুনরায় সংসদ-সদস্য নির্বাচিত হন।
২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের ৯ জুলাই তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তর বিহীন মন্ত্রী করা হয়। এক মাস এক সপ্তাহ দপ্তর বিহীন মন্ত্রী থাকার পর ১৬ জুলাই প্রধানমন্ত্রী তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।