কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে তৃতীয় বারের মত স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন মো: খুর্শিদ উদ্দিন।
তিনি আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মরহুম আব্দুল ওয়াহাবের পুত্র। এবারের নির্বাচনে তিনি ৩ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মো: খুর্শিদ উদ্দিন বিগত কয়েকটি নির্বাচনে ভরুয়া গ্রামের গ্রাম সরকার, ইউপি মেম্বার এবং আড়াইবাড়িয়া ইউনিয়নে টানা দুই বার চেয়ারম্যান পদে জয়ী হয়ে ছিলেন।
জনপ্রতিনিধি থাকা কালে তার সততা, ন্যায়বিচার, সমবন্টন ও গরিবের বন্ধু হিসেবে বিশেষ অবদান থাকায় জনগণ এবারও তাকে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
ভরুয়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আবু তাহের বলেন, আমার জানা মতে খুর্শিদ উদ্দিন একজন সৎ ও গরীবের বন্ধু হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি।
জানা যায়, জনগণের যে কোনো কাজ ও সুখের কথা চিন্তা করে তিনি সার্বক্ষনিক ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করেন।
চরজামাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম রফিক জানান, চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন অত্যন্ত দক্ষ, স্বচ্ছ ও জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করায় ভোটাররা পুনরায় তাকে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন জানান, জনগণের ভালোবাসায় আবারও বিজয়ী হয়েছি। তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই।