কিশোরগঞ্জ
Mission 90 News
Send an email
ডিসেম্বর ২৪, ২০২১সর্বশেষ আপডেট ডিসেম্বর ২৪, ২০২১
কিশোরগঞ্জে বিজয় দিবস হকি লীগের উদ্ভোধন
০ ১,৪২৫ এক মিনিটেরও কম সময়
কিশোরগঞ্জ জেলা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস হকি লীগ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জ হকি একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এই বিজয় দিবস হকি লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
এবারের আসরে সোনার বাংলা, মাজহারুল ইসলাম কিরণ স্মৃতি সংসদ, সেরা ৭১, বন্ধু একাদশ, বিজয়ী প্রমিলাসহ মোট ৫টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ হকি একাডেমির সভাপতি এম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক রিপেল হাসানসহ অন্যান্যরা।