কিশোরগঞ্জ জেলা কারাগারে ঝুমন মিয়া (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাত ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সুপার মো: বজলুর রশীদ আজ রবিবার সকালে ওই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝুমন মিয়া জেলা শহরের বত্রিশ এলাকার মনিপুরঘাট মহল্লার মফিজুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনকে জানানো হয়েছে।
কারাগার সূত্র জানায়, হাজতি ঝুমন চুরি মামলার আসামি ছিলেন। তা ছাড়া তিনি মাদকাসক্তও ছিলেন। সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত অক্টোবর মাসে মা-বাবা মিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর পুলিশ চুরির মামলার আসামি হিসেবে তাকে কারাগারে পাঠায়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা উঠলে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
জেল সুপার বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে ঝুমনের মরদেহ হস্তান্তর করা হবে।