কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনের সড়কে দুটি দলের কর্মী-সমর্থকদের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সকাল পৌনে ১০ টার দিকে শহরের রেজু মার্কেট থেকে বিএনপি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি সিনেমা হল রোড ও বাঁশমহল হয়ে টিঅ্যান্ডটি সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসে আওয়ামী লীগের শোভাযাত্রা। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। পরে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। টিঅ্যান্ডটি কার্যালয় এলাকায় অন্তত ২০ মিনিট এই অবস্থা চলে। পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিজয় শোভাযাত্রায় দুটি দলের কর্মী–সমর্থকদের মধ্যে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।