কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত ৯ জন।
এদিকে সংঘর্ষের কিছুক্ষণ পর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান এ তথ্য জানান।
ওসি সারোয়ার জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়া সংঘর্ষের কিছুক্ষণ পর দুপুর ১২ টার দিকে একদল লোক পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাকুন্দিয়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান এমপি নূর মোহাম্মদের সমর্থকরা ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।