কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) কুড়িঁঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে পুস্পকস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকালে কুড়িঁঘাট বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, থানার পরিদর্শক(তদন্ত) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুর রহিম, যুদ্ধকালীন কমান্ডার মো: নুরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরুল কায়েস, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেস ক্লাবের সভাপতি প্রদিপ কুমার সরকার এবং উপজেলা কৃষক লীগ সভাপতি আক্তার হোসেন দুলাল।