”সুর্য আমি ঐ দিগন্ত হারাবো,অস্তমিত হবো তবুও এই পৃথিবীর বুকে রোখা রেখে যাবো”। ‘জীবে দয়া করল যে জন, সে জন সেবিছে ঈশ্বর”। দুটি প্রবাদকে সামনে রেখে জন দরদী সমাজসেবীদের পথ চলা। এই শক্তিকেই অনেকে মুল মন্ত্র হিসাবে ব্যাবহার করছেন।এমনই একজন সমাজসেবায় অবদান রেখে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পৌর সদরের কেয়ার ডেন্টাল ইউনিটের সার্জন দন্ত চিকিৎসক ডা: মো: মুরাদ হোসেন। পরোপকারী এবং উদার তরুণ সমাজ সংস্কারক হিসাবে নিজেকে বিলিয়ে যাচ্ছেন আসহায় গরিব মানুষের তরে। দন্ত চিকিৎসক হিসাবেও সুনাম অর্জন করেছেন তিনি। হাসপাতাল রোডের মসজিদ মার্কেটে নিজ চেম্বারে দন্ত রোগী দেখেন তিনি।
এতিম, বিধবা নারী ও অসহায়দের ফ্রী দাঁতের চিকিৎসা দিয়ে থাকেন তিনি। এছাড়াও এতিম শিশু ও খেটে খাওয়া দরিদ্র মানুষকেও বিভিন্ন রকমের সহায়তা করে যাচ্ছেন। এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ,জামা কাপড়, চিকিৎসা খরচ ইত্যাদি দিয়ে যাচ্ছেন।
চিকিৎসা নিতে আসা মানিকখালী গ্রামের হোসেন মিয়াসহ কাসেম, মঞ্জিল মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যাসহ বিভিন্ন রোগে অস্বস্তি ভোগ করছিলাম টাকার জন্য চিকিৎসা করতে পারছিলাম না। মুরাদ স্যারের কাছে এসে বিনামূল্যে করতে পেরেছি। আমরা তার জন্য দোয়া করি, উনি যেন এরকম সহযোগিতাসহ এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে।”
ডা: মো: মুরাদ হোসেন বলেন, আমি নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করে যাচ্ছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার অনুপ্রেরণা। আয়ের একটা অংশ আমি আমি সহায়তার জন্য রেখে দেই। সেখান থেকে এতিম ছেলে মেয়ে, বিধবা, সহায় সম্বলহীন মানুষকে সহায়তা করে থাকি সাধ্য মতো।