কিশোরগঞ্জে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব- ১৪ (সিপিসি- ২)। রবিবার দিবাগত রাতে জেলা শহরের পুরানথানা এলাকা হতে গ্রেফতার করা হয়। সে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী এলাকার নূরুল ইসলামের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশে পাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর জেলা শহরের পুরান থানা এলাকায় অভিযান চালিয়ে মো: কবির হোসেনকে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
র্যাব- ১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে:এম: শোভন খান জানান, এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।