কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে দুই বৃদ্ধের ভোট যুদ্ধ শুরু হয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদ্বয় পাড়ায় মহল্লায় চষে বেড়াচ্ছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। হোটেল ও চায়ের দোকানে দুই বৃদ্ধ প্রার্থীকে নিয়ে চলছে নানা আলাপচারিতা। দুই পক্ষের যুবক ও নারীরাও তাদের জন্য কাজ করছেন। উপজেলার দক্ষিণ শাহেদল গ্রামের মৃত আব্দুল গফুর ভূইয়ার পুত্র নাছির উদ্দিন ভূইয়া (মজনু) ৮০ উর্ধ্ব এবারের নির্বাচনে মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগেও তিনি ২০১০ সালে এ ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। জানতে চাইলে নাছির উদ্দিন ভূইয়া মজনু বলেন, আমার শারীরিক ও মানসিক দিক দুটোই ঠিক আছে। বয়স বেশি হলেও নির্বাচনে মনোবল কমেনি। জয়ের আশা নিয়ে বুড়ো বয়সে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি।
অপর দিকে একই ওয়ার্ডের মৃত আব্দুল হকের পুত্র মো.নূরুল ইসলাম ৭০ উর্ধ্ব এবারের নির্বাচনে মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। তিনি ১৯৮২ সালে মেম্বার নির্বাচিত হয়েছিলেন।
৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.নূরুল ইসলাম জানান, আমি ৪ কন্যা সন্তানের জনক। জনগণই আমার ভরসা। বৃদ্ধ বয়সে এবারও জনসেবা করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ৫ নং ওয়ার্ডের সাধারণ ভোটার মো. আব্দুল্লাহ জানান, যুবকরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সাহস করেনি। দুই বয়োবৃদ্ধ ব্যক্তি নির্বাচনে অংশ গ্রহন করায় এলাকাবাসী খুবই আনন্দিত।
উপজেলা কৃষি অফিসার ও রির্টানিং অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, বৃদ্ধ বয়সে নির্বাচন করা যদিও কষ্টকর তবু তাদের অংশগ্রহনকে সাধুবাদ জানাচ্ছি।