কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শেষ দিনে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন করেন।
নির্বাচন পরিচালনার জন্য জিনারী ও সিদলা ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকতা উত্তম কুমার দাস, গোবিন্দপুর ও আড়াইবাড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক, সাহেদল ও পুমদী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরুল কায়েস রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোর সূত্রে প্রাথমিক পর্যায়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম পাওয়া গেছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন-জিনারী ইউনিয়নে মো: শাহজাহান সরকার, মো: আজহারুল ইসলাম, আজাহারুল ইসলাম, মো: আ: ছালাম, মো: সালাহ উদ্দিন হীরা, মো: ইমতিয়াজ উদ্দিন আকন্দ ও মোহাম্মদ আজহারুল ইসলাম। সিদলা ইউনিয়নে-মো: কামরুজ্জামান কাঞ্চন, মো: কফিল উদ্দিন, আব্দুল করিম, মোহাম্মদ আলী ও মো: আহাদুল ইসলাম। গোবিন্দপুর ইউনিয়নে-মো: আবদুর রউফ (তালুকদার), মো: আবুল কাশেম (রতন), মো: ইব্রাহিম, ফরিদ উদ্দিন মাসুদ, মোহাম্মদ সাইদুর রহমান ও মো: শফিকুল ইসলাম। আড়াইবাড়িয়া ইউনিয়নে-মো: মোছলেহ উদ্দিন ও মো: খুর্শিদ উদ্দিন। সাহেদল ইউনিয়নে- মো: ফিরোজ উদ্দিন, মো: ফারুক মিয়া ও শাহ্ মাহবুবুল হক। পুমদী ইউনিয়নে-নাজিরুল হায়দার, মো: কাঞ্চন মিয়া, মো: মাহাবুবুল হাসান, আ: কাইয়ুম ও মো: মোশাররফ হোসেন।
নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও বিপুল সংখ্যক সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।