কিশোরগঞ্জ

হোসেনপুরবাসীর প্রাণের দাবি রেলপথ

দীর্ঘদিন ধরে হোসেনপুরবাসী বিভিন্ন মিডিয়ায় হোসেনপুরে রেল লাইনের কথা বলে আসছে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে। কিন্তু আজ অবধি হোসেনপুর রেললাইন থেকে বঞ্চিতই রয়ে গেছে। মতান্তরে ১২১.২৯ বর্গকিলোমিটার আয়তনের হোসেনপুর উপজেলায় প্রায় পৌনে দুই লক্ষ লোকের বসতি। আমাদের অনেক চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীকে প্রতিদিন দেশের রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। উপজেলার পশ্চিমে গফরগাঁও ১২ কিলোমিটার দূরে, পূর্বে কিশোরগঞ্জ ১৪ কিলোমিটার দূরের পথ। এখান থেকে ভোরের বা রাতের ট্রেন ধরতে পারা অনেক কষ্টকর।

হোসেনপুর রেল লাইন হলে নান্দাইল, দেওয়ানগঞ্জ, বাকচান্দা, হাজিপুর, জাঙালিয়া, চরএলাকা, চরকাওনা, খুরশিদ মহল, পাঁচভাগ, গলাকাটা, মধুপুর, রাজাবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষের ঢাকা যাতায়াত অনেক সহজ হয়ে যায়। এখানে সার্বিক বিবেচনায় রেললাইনের প্রয়োজন অপরিসীম।

তাছাড়া এসব অঞ্চলের মানুষ রেলপথে যোগাযোগের সুযোগ পেলে দেশের সমৃদ্ধির ক্ষেত্রে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। এসব অঞ্চলে প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হয়। যোগাযোগের যুৎসই মাধ্যম না থাকায় কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি অনেক উৎপাদিত ফসল নষ্ট হয়, এমন কী জমিনেই ফেলে আসতে হয়। এলাকার চাহিদা মিটানোর পরেও অনেক ফসল উদ্বৃত্ত থাকে, যা কৃষকের গলার কাঁটায় রূপ নেয়। এখানে রেললাইন তথা রেলপথে যোগাযোগ সহজ হলে ব্যবসা- বাণিজ্য বেড়ে যাবে বহুগুণ, সাথে সাথে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হবে। হাসি ফোটবে মানুষের মুখে। 

বর্তমান সরকার উন্নয়নের সরকার। সদাশয় সরকারের দূরদর্শিতার কারণে দেশ এগিয়ে চলছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা গর্বের সাথে প্রত্যক্ষ করছি দেশের বহুমাত্রিক উন্নয়ন। আমাদের হোসেনপুরের মাঝ দিয়ে রেলপথ হলে উপর্যুক্ত অঞ্চলগুলোর চেহারাই যাবে পাল্টে। লক্ষ  লক্ষ মানুষের যাপিত জীবনের উন্নতির জন্যই রেলপথ নামের উন্নয়ন কর্মটি জরুরি প্রয়োজন। আমাদের রুটি-রুজির স্বার্থে, জীবনমানের উত্তরণের স্বার্থে আমরা অচিরেই হোসেনপুরে রেললাইন স্থাপনের জোর দাবি জানাচ্ছি। এমন লেখা ফুঁটে উঠেছে হোসেনপুর সরকারি কলেজের প্রভাষক জনাব এবিএম ছিদ্দিক চঞ্চলের ফেসবুকে।

হোসেনপুরের জনগণের পক্ষে এমন সহমর্মিতা তিনি প্রায়শই প্রতিটি কাজে প্রকাশ করে থাকেন।

জানা যায়- সোস্যাল মিডিয়া প্রতিটা প্ল্যাটফর্মে কিশোরগঞ্জের হোসেনপুরের সচেতন মহল তাদের কাংখিত দাবী জানিয়ে যাচ্ছেন। হাজার হাজার পুষ্টের সাগরে ভাসছে সোস্যাল মিডিয়া। হোসেনপুরে রেলপথ যাচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker