কিশোরগঞ্জ

১০৩ সদস্য নিয়ে যাত্রা শুরু “মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাব”

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কবি বলেছেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর।” পৃথিবীময় যত ধর্মের প্রচলন রয়েছে, সকল ধর্মেই মানুষের কল্যাণে কাজ করার কথা বলিষ্ঠ  তাগিদে বলা হয়েছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবের চর গ্রামে ২০২০ সাল থেকে ১০৩ জন সদস্য নিয়ে শোভাযাত্রা করেছে, একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, ভালবাসার জয় সুনিশ্চিত স্লোগান নিয়ে “মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাব” সংগঠনটিকে দীর্ঘ সূত্রিয়তায় জুরতে ভর্তি ফরমে কঠিনতম শর্ত আনা হয়েছে যা সংগঠনটির ভিত শক্ত করতে ভুমিকা রাখবে।

ফরমটিতে বলা হয়েছে:

১. আমি নিজ ইচ্ছাই বিনাস্বার্থে মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাবে কাজ করতে এসেছি।

২. আমার উপর সকল দ্বায়িত্ব ও নিয়মাবলি মানতে বাধ্য থাকিব।

৩. আবেগবসত লোভ লালসা বা চরিত্রহীনতার কোন কাজ করিবো না।

৪. উপযুক্ত কোন কারন ছাড়া কোন কর্মসূচি /সভায় অনুপস্থিত থাকা যাবেনা।

৫. ব্যাক্তি স্বার্থে সংগঠনটির নাম ব্যবহার করা যাবেনা।

৬. প্রত্যেক সদস্যের মতামত প্রকাশের পূর্ন স্বাধীনতা থাকবে।

৭. বড়দের মান্য ছোটদের স্নেহ এবং মুরুব্বিদের আদব করা বাধ্যতামূলক।

৮. এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবেনা, যা মানুষ বা সমাজের জন্য  ক্ষতিকর।

৯. কোন সদস্য গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ বা ক্লাব ধ্বংসের কোন বদ উদ্দেশ্য প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল করা হবে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্ভরযোগ্য তত্ত্বমতে জনা যায়, সংগঠনটির সূচনা লগ্ন থেকে অত্যন্ত অভাব গ্রস্থ অসহায় মানুষ বা পরিবার খুঁজে খুঁজে বিভিন্ন মাধ্যম থেকে আসা ত্রাণ বা সাহায্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে, ন্যায় নিষ্ঠার সাথে। হাজীবাড়ীর প্রভাসী, চাকুরীজীবি, ব্যবসায়ী মহল উক্ত ক্লাবের মানবিক কার্যাবলী দেখে সর্বদা উৎসাহ দিচ্ছেন। সমাজ কেন্দ্রীক ছোট খাটো কার্যাবলিতে শারীরীক পরিশ্রমের মাধ্যমেও সমস্যার নিরসনে এগিয়ে যাচ্ছেন সদস্যরা।

প্রথম থেকে গভীরভাবে প্রেরণাকারী পিবিআই কর্মকর্তা হাজীবাড়ীর কৃতিত্ববান ছেলে কুতুব আহমেদ চন্দন বলেন, আমাদের ছেলেরা জনস্বার্থে সঙ্ঘবদ্ধ হয়েছেন এটা আমাদের গর্বের বিষয়, সবসময় মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাবের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাহ আল্লাহ। উক্ত ক্লাবের মঙ্গল কামনা করছি।

ক্লাবের একজন প্রভাসী উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ সবুজ মিয়া ফোনে জানান, এর পূর্বেও আমরা অনেকবার এলাকায় থাকা অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন করার উদ্যোগ নিয়েও বিচ্ছিন্ন সৃষ্ট সমস্যার কারনে আমাদের এলাকায় কোন মানবিক সংগঠন গড়ে উঠেনি এখন যেহেতু মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাবটি গড়েছে যুবকরা ঐক্যবদ্ধ ভাবে তাদের সাথে সবসময় থাকবো।

জানা যায়, সাহেবের চর গ্রামের হাজীবাড়ী মহল্লায় বর্তমানে একটি অস্থায়ী কার্যালয়ে ভাড়া ঘরে থেকে ক্লাবের কার্যক্রম চলমান। বর্তমানে ক্লাবের ফান্ডে কোন টাকা পঁয়সা জোগান নেই। ঘর নির্মাণ করার জন্য ক্লাবের ফান্ডে কিছু টাকা ছিল তাও গত ঈদে অসহায়দের মাঝে ঈদ মার্কেট ও খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।

আরো জানা যায়, প্রথমে বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ায় সমস্যা হলেও বর্তমানে সুচারু কার্যক্ষমভাবে চলছে ক্লাবের কার্যক্রম।

এতে সমাজের সর্বোস্থরের মানুষের উৎসাহও মিলছে বলে জানান, মানবিক কান্ডারী যুব শক্তি ক্লাবের আহ্বায়ক সাংবাদিক মাহফুজ রাজা।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker