হোসেনপুরে বিয়ের অনুষ্ঠানে হিজড়াদের তাণ্ডব; চাঁদা না পেয়ে প্রকাশ্যে অশ্লীলতা ও হুমকির অভিযোগ
দা উঁচিয়ে ভীতি প্রদর্শন ও বিবস্ত্র হয়ে বিশৃঙ্খলা; সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একদল হিজরার তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, চাঁদা না পেয়ে হিজরারা বিয়ের মেহমানদের সামনে বিবস্ত্র হয়ে অশ্লীল আচরণ করে এবং হাতে থাকা দেশীয় অস্ত্র ‘দা’ উঁচিয়ে লোকজনকে হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হিজরাদের এই উন্মত্ততায় বিয়ের আনন্দ বিষাদে রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক অনুষ্ঠানের নামে হিজরাদের এই বেপরোয়া চাঁদাবাজি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সতর্ক থাকবে।
সামাজিক অনুষ্ঠানে হিজড়াদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি।