বিপজ্জনক বেইলি ব্রিজ: হোসেনপুর-পাগলা রুটে যান চলাচল বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনার শঙ্কা
অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকের চাপে দেবে গেল সেতু; লাল ফিতা ও বাঁশ বেঁধে ঘিরে দিয়েছে প্রশাসন
কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও এবং ভালুকা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজের একপাশ দেবে যায় এবং পাটাতন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত সকল প্রকার যানবাহন ও পথচারীদের এই বেইলি ব্রিজ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। সতর্কতাস্বরূপ প্রবেশপথে লাল ফিতা ও বাঁশ বেঁধে দেওয়া হয়েছে।
স্থানীয় স্কুল শিক্ষক আলা উদ্দিন জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরের শ্রমজীবী মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করা সময় ও ব্যয়সাপেক্ষ হওয়ায় সাধারণ মানুষ দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় মেরামত কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।