স্মৃতিসুধায় সিক্ত বিদায়: পিডিবিএফ কর্মকর্তা কাজী আব্দুল মোমেনের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত ৩২ বছরের একনিষ্ঠ পথচলা; বাজিতপুর ও কটিয়াদিতে শোকের ছায়া
সুদীর্ঘ ৩২ বছর অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সহিত চাকরিজীবন অতিবাহিত করে অবশেষে অবসরে গেলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কর্মকর্তা কাজী মো. আব্দুল মোমেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কার্যালয়ে সহকর্মীদের ব্যক্তিগত উদ্যোগে তাঁর এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বাজিতপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিবিএফ কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. আক্তার হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবু তাহের এবং সহকারী হিসাব কর্মকর্তা মো. জাফরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী হিসাব কর্মকর্তা সুমন মিয়া, সেল্প কর্মকর্তা এ.কে. আজাদ ও খাইরুল ইসলাম, এবং মাঠ কর্মকর্তা আব্দুস সাত্তারসহ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায়ী কর্মকর্তা কাজী মো. আব্দুল মোমেন মূলত কটিয়াদি উপজেলা কার্যালয়ের দায়িত্বে ছিলেন এবং বাজিতপুর কার্যালয়টি তাঁর অতিরিক্ত দায়িত্বে ছিল। আজ ৮ জানুয়ারি কটিয়াদিতে তাঁর শেষ কর্মদিবস পালিত হচ্ছে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দাপ্তরিক পরিবেশকে সুন্দর করার চেষ্টা করেছি। পেশাগত জীবনে কেউ কষ্ট পেয়ে থাকলে তা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।”
তাঁর সুস্থ ও দীর্ঘায়ু অবসর জীবনের জন্য শুভকামনা।