হোসেনপুরে ‘জাতীয় সমাজসেবা দিবস’ পালিত; প্রযুক্তিতে আস্থা ও মমতায় গড়ার প্রত্যয়
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন; প্রধান অতিথি ছিলেন ইউএনও কাজী নাহিদ ইভা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। তিনি তাঁর বক্তব্যে সমাজসেবার কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দেন।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তির মমতায় সমৃদ্ধ সমাজসেবা বিভাগ এখন জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রান্তিক মানুষের সমতা ও কল্যাণে এই কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।