বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত; উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুধী সমাজ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধনকুরাস্থ হযরত উম্মে কুলসুম (রা.) কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসান। মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা লেখক ও কলামিস্ট এস. এম. মিজানুর রহমান মামুন, সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ আহমেদ ও তাজুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মাহফুজ রাজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকিল উদ্দিন।
এছাড়াও সাংবাদিক নেতা মোসলে উদ্দিন মানিক, জাকারিয়া আলম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।