হোসেনপুরে বৃদ্ধ মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসলেন ইতালি প্রবাসী
সাবেক মেম্বারের মেয়ের রাজকীয় বিয়ে; চোখধাঁধাঁনো আলোকসজ্জা ও কয়েক গ্রাম মানুষের নিমন্ত্রণ; নবদম্পতিকে দেখতে উৎসুক মানুষের ভিড়
কিশোরগঞ্জের হোসেনপুরে বৃদ্ধ মায়ের শেষ ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন ইতালি প্রবাসী শেখ শফিকুল ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের এই প্রবাসীর সঙ্গে হোগলাকান্দি গ্রামের সাবেক মেম্বার ওসমান গণি বাবুলের মেয়ে সানজিদা সুলতানা রাফির বিয়ে সম্পন্ন হয়।
বর শফিকুল ইসলামের বড় ভাই নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম জানান, তাঁর ছোট ভাই পরিবারের সবার আদরের। অসুস্থ মায়ের শখ মেটাতেই হেলিকপ্টারসহ বিয়ের যাবতীয় রাজকীয় আয়োজন করা হয়েছে। বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রীকে নিয়ে আকাশপথেই নিজ গ্রামে ফেরেন বর।
কনের বাড়ির এক কিলোমিটার রাস্তা জুড়ে আলোকসজ্জা এবং আধুনিক তোরণ নির্মাণ করা হয়। হেলিকপ্টারে আসা নবদম্পতিকে দেখতে ভিড় জমায় কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ।
ইতালি প্রবাসী শেখ শফিকুল ইসলাম তাঁর এই আনন্দঘন আয়োজন ও নবজীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।