কিশোরগঞ্জ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
তাঁতীদল নেতা বোরহান উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে পাকুন্দিয়ায় হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আগরপাট্টা বায়তুন নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব বোরহান উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।