কিশোরগঞ্জ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজিবের উদ্যোগে দোয়া মাহফিল
হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে অনুষ্ঠিত মোনাজাতে চার শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল, ওলামাদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মাঝে তোবরক বিতরণ করা হয়।