গোবিন্দপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রয়াত দুই নেতার স্মরণেও মোনাজাত; মো. শফিকুল ইসলাম ভুঁইয়া হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের প্রয়াত সভাপতি আ. জলিল মেম্বার ও ৪নং ওয়ার্ডের প্রয়াত সাধারণ সম্পাদক ফারুক মৌলানার স্মরণেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া হিমেল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ কে এম মুঞ্জরুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের উন্নতি–সমৃদ্ধি কামনা করা হয়।