শাহেদল–পুমদীর পর গোবিন্দপুরে মবিনের শক্তিশালী জনসমাবেশ
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের গণসংযোগ জোরদার; গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহৎ সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিনের গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি জোরদার হচ্ছে।
কয়েকদিন আগে শাহেদল ও পুমদী ইউনিয়নে পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গোবিন্দপুর ইউনিয়নে বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোবিন্দপুর বাজারের এই সমাবেশকে ঘিরে সন্ধ্যার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু প্রমুখ।
স্থানীয় নেতারা মত প্রকাশ করেন যে, গোবিন্দপুরের শক্তিশালী সমাবেশ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।