হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সমর্থকদের মোটরসাইকেল শো-ডাউন
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ; তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান
কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল শো-ডাউন করেছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামের সমর্থকরা। এতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
রবিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে হোসেনপুর নতুন বাজারে অবস্থিত আব্দুস সালাম কার্যালয় থেকে শো-ডাউনটি শুরু হয়ে হোসেনপুর-টু-কিশোরগঞ্জ সড়কের চরপুমদি ব্রিজ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে অংশ নেন—ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের আহ্বায়ক মো. শওকত আজিজ; কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহদী হাসান সাব্বিন; হোসেনপুর পৌর যুবদলের আহ্বায়ক শরীফ আহমেদ, হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলামসহ প্রমুখ।
শো-ডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শওকত আজিজ বলেন, “চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেব বলেছেন, কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে সারাদেশের ন্যায় সংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে—তার পক্ষেই কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”