চুন্নুর পথসভায় হোসেনপুরের শ্রমিকদলের বর্ণাঢ্য অংশগ্রহণ
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর পদযাত্রা; হোসেনপুর থেকে ৫০০'র বেশি নেতাকর্মীর যোগদান
কিশোরগঞ্জ-১ আসনের এক ঝাঁক জাতীয়তাবাদী যোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ, পরপর তিনবারের জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এর সফল মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু। ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরে তার পক্ষে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে হোসেনপুর উপজেলা থেকে সিদলা ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক পায়েল আহমেদ এর উদ্যোগে ছয়টি বাস ও বিভিন্ন পরিবহন ভর্তি করে ৫০০ শতাধিক নেতাকর্মী গিয়ে যোগ দেন।
এসময় সাথে ছিলেন, হোসেনপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক একেএম তৌফিকুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সিদলা ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি শাহ আলমসহ অনেকেই।
এছাড়াও পদযাত্রায় সদর ও হোসেনপুরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।