অসহায় তশিলা খাতুনকে ঘর নির্মাণ করে দিল আলোর দিশারী যুব সংগঠন
কিশোরগঞ্জের হোসেনপুরে গৃহনির্মাণ প্রকল্প-১ এর আওতায় বিধবা মহিলাকে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হলো; বিত্তশালীদের আর্থিক সহায়তার আহ্বান
কিশোরগঞ্জ হোসেনপুরের সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের অসহায় বিধবা মহিলা তশিলা খাতুনকে নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছে “আলোর দিশারী যুব সংগঠন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৩১ অক্টোবর) জুমাবাদ আনুষ্ঠানিকভাবে নতুন নির্মাণকৃত ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।
স্বামী মৃত নূরু মিয়া দিনমজুর ছিলেন এবং বছর খানেক আগে তিনি মারা যান। নিজের মাথা গোঁজার ঠাঁই না থাকায় তাঁর বসবাসের অসুবিধার কথা শুনে সংগঠনটি এটিকে তাদের “গৃহ নির্মাণ প্রকল্প -১” এর আওতায় তৈরি করে দেয়।
ঘর পেয়ে অসহায় তশিলা খাতুন আনন্দে আত্মহারা। তিনি বলেন, “এতদিন ছেলের ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো, এখন নিজের ঘরে থাকতে পারবো।” তিনি সংগঠনের জন্য দোয়া করেন।
সংগঠনের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম জানান, সদস্যদের টাকায় সংগঠনটি পরিচালিত হয়। তাই তিনি সমাজের বিত্তশালীদেরকে সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে গরীব-দুঃখীদের পাশে আরও ভালভাবে দাঁড়াতে পারে।
সংগঠনটি ২০২৩ সালে গঠিত হওয়ার পর থেকেই কম্বল বিতরণ, ইফতার সামগ্রী এবং ঈদ শুভেচ্ছা উপহার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে।