শ্যামাপূজার দ্বিতীয় দিনে ভক্তদের উল্লাস
হোসেনপুরের হুগলাকান্দি রবিদাস বাড়ীর মন্দিরে বর্ণিল আলোকসজ্জায় পূজা অর্চনা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্যামা পূজা বা কালী পূজা ও দীপাবলি উৎসব ছিলো সোমবার। হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ, যে কারণে কালী পূজাকে শক্তির পূজাও বলা হয়। কোনো কোনো মন্দিরে কালিপূজা টানা তিনদিন ধরে চলে।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হুগলাকান্দি বোর্ডের বাজার রবিদাস বাড়ীর মন্দিরে গিয়ে দেখা যায়, গ্রামীণ অবয়বে রঙিন আলোকসজ্জায় ভক্তদের উল্লাস।
দ্বিতীয় দিন একই নৈবেদ্যে মধ্যরাত্রে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে, ফুল, বেলপাতা, ফল এসব নানা উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে ভক্তরা কালী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন এবং আনুষ্ঠানিকতা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
মন্দির কমিটির পরিচালক শ্রী হিরণ রবিদাসের পরিচালনায় জাঁকজমকপূর্ণভাবে পূজা উৎযাপন চলছে। তিনি জানান, স্থানীয় নেতাকর্মীরা, সাধারণ মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই পূজা উদযাপনে যাতে সমস্যা না হয় সর্বদা খুঁজ খবর নিচ্ছেন।
জানা যায়, জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক মাখন মৃধা সার্বক্ষণিক নেতাকর্মী নিয়ে সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছেন।