সাংবাদিক আশরাফ’র পিতার ইন্তেকাল, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের শোক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আশরাফ আহমেদ-এর পিতা, গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার “হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে’র সহ-সভাপতি সাংবাদিক আশরাফ আহমেদ এর পিতা গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার দিবাগত রাত ১:১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন, তিনি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মুত্যু কালে তিনি পাঁচ পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রথম জানাজা ও যোহরবাদ মরহুমের নিজ গ্রাম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক আশরাফ আহমেদ এর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।